নয়াদিল্লি, ৬ মে (হি.স.): কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র। শুক্রবার সাংবাদিক সম্মেলনে সম্বিত পাত্র বলেছেন, লাগাতার ভারতকে ছোট করার কাজ করে যাচ্ছেন রাহুল গান্ধী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) ভারতে কোভিডে মৃত্যু নিয়ে যে সংখ্যা দিয়েছে, তা হাতিয়ার করে এদিন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন রাহুল গান্ধী। টুইটারে রাহুল লেখেন, “বিজ্ঞান মিথ্যে বলে না, মিথ্যে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।”
রাহুলের এই টুইটের সমালোচনা করে শুক্রবার সাংবাদিক সম্মেলনে সম্বিত পাত্র বলেছেন, “রাহুল গান্ধী প্রতিনিয়ত ভারতকে ছোট করার চেষ্টা করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপিকে আক্রমণ করে, আসলে তিনি ভারতকেই হতাশ করছেন।” সম্বিত পাত্র আরও বলেছেন, “বিজেপি শাসিত রাজ্য এবং অ-বিজেপি শাসিত রাজ্যগুলিতে মৃত্যু বিশ্লেষণ করা উচিত নয়।” তিনি দাবি করে বলেছেন, “আমরা মনে করি বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য ভুল।”

