বিশালগড়, ৬ মে : দীর্ঘ ৮ বছর পর পুলিশের জালে ধরা পড়ল চুরির মামলায় অভিযুক্ত। ঘটনা বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ননজলা এলাকায়। অভিযুক্তের নাম জামাল মিয়া।
জানা গেছে, ২০১৪ সালে এক চুরি কাণ্ডের অভিযুক্ত ছিল জামাল মিয়া। তার বিরুদ্ধে বিশ্রামগঞ্জ থানায় মামলা ছিল। দীর্ঘদিন ধরে পুলিশ তাকে খুজছিল। কিন্তু জামাল মিয়া ঘটনার পরই গা ঢাকা দিয়েছিলেন।শুক্রবার পুলিশের কাছে গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে জামাল মিয়া নিজ বাড়িতে ফিরে এসেছে। সেই অনুযায়ী এদিন দুপুরে জামাল মিয়ার বাড়িতে হানা দিয়ে তাকে আটক করে পুলিশ। তাকে এদিনই আদালতে সোপর্দ করা হয়েছে।

