বেজিং, ৬ মে (হি.স.): মধ্য চিনে বাণিজ্যিক ও আবাসিক বহুতল ভেঙে পড়ার ঘটনায় উদ্ধারকাজ সামপ্ত হল। গত ২৯ এপ্রিল সেন্ট্রাল চিনে একটি বহুতল ভেঙে পড়ার ঘটনায় মোট ৫৩ জনের মৃত্যু হয়েছে। ১০ জনকে উদ্ধার করেছে উদ্ধারকারী দল। শুক্রবার উদ্ধারকাজ শেষ হয়েছে। বৃহস্পতিবার রাতে একজনকে উদ্ধার করা হয়। সাড়ে ৫ দিন ধ্বংসস্তূপে আটকে ছিলেন তিনি। আহতেরা সকলেই হাসপাতালে চিকিৎসাধীন। এপ্রিলের ২৯ তারিখ সেন্ট্রাল চিনের হুনান প্রদেশের চাংসা এলাকায় আচমকা ওই বহুতলটি ভেঙে পড়ে।
প্রচুর মানুষ আটকে পড়েন ধ্বংসস্তূপে। দ্রুত উদ্ধারকাজ শুরু করে উদ্ধারকারী দল। ওই বহুতলটিতে আবাসন ছাড়াও একটি ক্যাফে এবং একটি রেস্তোরাঁও ছিল। এই ঘটনা বহুতলের মালিক-সহ মোট ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে ৩ জন বহুতলটির নকশা ও নির্মাণের দায়িত্বে ছিলেন। বাকি ৫ জন বহুতলের চতুর্থ থেকে ষষ্ঠতলায় একটি গেস্ট হাউসের নিরাপত্তা সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছিলেন।

