জম্মু, ৬ মে (হি.স.): জম্মুর নাগরোটা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল যাত্রীবাহী একটি গাড়ি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের, প্রত্যেকেই পঞ্জাবের বাসিন্দা। শুক্রবার উধমপুর থেকে জম্মু অভিমুখে যাচ্ছিল গাড়িটি। নাগরোটা এলাকায় পি বি ৬ এস এ এফ-৪৭৯৪ নম্বরের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়।
খাদে পড়ে যাওয়ার পর গাড়িটি ভেঙে দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের। মৃতদের নাম-গুরদীপ সিং, শাম লাল ও বিকাশ কুমার। প্রত্যেকেই পঞ্জাবের বাসিন্দা। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। খবর দেওয়া হয়েছে মৃতদের পরিজনদের।

