BRAKING NEWS

Scheduled Caste Coordinating Committee : তপশিলি জাতি সমন্বয় সমিতির প্রতিষ্ঠা দিবসে অধিকার আদায়ের ডাক

আগরতলা, ৫ মে : বৃহস্পতিবার তপশিলি জাতি সমন্বয় সমিতির ৪১ তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে। এদিন পার্টির মেলারমাঠস্থিত কার্যালয়ের সামনে দিনটি উদযাপন করা হয়েছে।

সংগঠনের রাজ্য সম্পাদক তথা বিধায়ক সুধন দাস বর্তমান সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, বিজেপি-আইপিএফটি জোট সরকার ক্ষমতায় আসার আগে রাজ্যের মানুষকে একরাশ স্বপ্ন দেখিয়েছিল। প্রতিশ্রুতির কাঁধে প্রতিশ্রুতি বসিয়েছিল। কিন্তু সেই প্রতিশ্রুতিগুলি বাস্তবে রূপায়িত হয়নি, অভিযোগের সুরে বলেন তিনি।তাঁর কথায়, চার বছরে মানুষের গণতান্ত্রিক অধিকার হারিয়েছে। শ্রমজীবী অংশের মানুষ তাদের সর্বস্ব খুইয়েছেন। মানুষের কথা বলার অধিকার বিলোপ পেয়েছে। তিনি সুর চড়িয়ে বলেন, সাংবিধানিক আধিকার রক্ষার জন্য বাম সংগঠন  রাস্তায় নামলে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হচ্ছে। তিনি বলেন, এদিনের প্রতিষ্ঠা দিবস থেকে শপথ নিন, সমাজের সকল অংশের মানুষকে এগিয়ে এসে সংবিধান রক্ষা করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। শ্রমিক-কৃষক সহ খেটে খাওয়া প্রত্যেক মানুষকে এগিয়ে এসে বাম সংগঠনের সঙ্গে লড়াইয়ে শামিল হওয়ার আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *