নয়াদিল্লি, ৪ মে (হি.স.) : বৃহস্পতিবার থেকে দুদিনের পশ্চিমবঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর দুদিনের সফরে কিছু অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জান গিয়েছে। তিনি বৃহস্পতিবার সকাল ১০টায় পশ্চিমবঙ্গের ফ্লোটিং বর্ডার আউটপোস্ট (বিওপি) সুতলুজে ভাসমান বোট অ্যাম্বুলেন্সের যাত্রা সূচনা করবেন।
পরে তিনি মৈত্রী জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং সকাল ১১:৪৫ টায় রাজ্যের হরিদাসপুর বিওপিতে প্রহরী সম্মেলনে যোগ দেবেন। বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রীর দিনব্যাপী ব্যস্ততা শেষ হবে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে রেলওয়ে ইনস্টিটিউট স্পোর্টস গ্রাউন্ডে সন্ধ্যা ৬:১৫ টায় একটি জনসভায় অংশ নেবেন। আগামী শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী তিন বিঘা পরিদর্শন করবেন এবং পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার বিওপি ঝিকাবাড়িতে বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী পরে কলকাতার হোটেল ওয়েস্টিনে শুক্রবার দুপুর ২টায় পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির সাংসদ, বিধায়ক এবং রাজ্যের পদাধিকারীদের সঙ্গে বৈঠক করবেন। কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে সন্ধ্যা ৬ টায় স্বরাষ্ট্রমন্ত্রীর দুদিনের রাজ্য সফরের শেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে সমাপ্তি হবে।