কলকাতা, ৪ মে (হি.স.) : এবার গোয়া তৃণমূলের দায়িত্ব পেলেন প্রাক্তন ক্রিকেটার তথা প্রাক্তন বিজেপি সাংসদ কীর্তি আজাদ। বুধবার তৃণমূলের তরফে জানানো হয়েছে, কীর্তি আজাদকে দলের গোয়ার পর্যবেক্ষক করার সিদ্ধান্তে স্বীকৃতি দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীদিনে কীর্তির তত্ত্বাবধানেই গোয়ায় শক্তি বাড়ানোর লড়াই শুরু করতে চায় ঘাসফুল শিবির।
সম্প্রতি গোয়া বিধানসভা নির্বাচনে প্রথমবার লড়ে একেবারেই সাফল্য পায়নি তৃণমূল। ভোটে সাফল্য না আসায় অন্য দল থেকে আসা নেতাদের মধ্যে অনেকেই আর সেভাবে সক্রিয় নন। কেউ কেউ দলও ছেড়েছেন। সম্প্রতি দল ছাড়েন ছাড়েন গোয়ায় তৃণমূলের রাজ্য সভাপতি কিরণ কান্ডোলকর।
গত নভেম্বর মাসে মমতার দিল্লি সফরের সময় প্রাক্তন ক্রিকেটার তথা রাজনীতিক কীর্তি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন। তার পর থেকে তাঁকে আর সে ভাবে সক্রিয় দেখা যায়নি তৃণমূলের পক্ষে। তবে জাতীয় রাজনীতির কারবারিদের মতে, অনেক প্রত্যাশা নিয়ে হরিয়ানার কংগ্রেস নেতা অশোক তানোয়ারকে তৃণমূলে যোগদান করিয়েছিলেন মমতা। কিন্তু সম্প্রতি তৃণমূল ছেড়ে আপে যোগ দিয়েছেন তিনি।