BRAKING NEWS

Power Shortage : বিদ্যুৎ চপলতায় বিরক্ত ধর্মনগরবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ মে৷৷  নতুন বছরের শুরু থেকে প্রত্যেক দিন সকাল সাতটা থেকে আটটা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ থাকে না৷ তাছাড়া সামান্য হওয়াতেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়৷ এই অবস্থায় বিদ্যুৎ বিভাগের উপর ধর্মনগরের সাধারণ মানুষ তিতিবিরক্ত হয়ে পড়েছে৷ এর সমাধানের জন্য সোমবার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার ,সমাজসেবী শ্যামল নাথ, হুরুয়া এবং বড়ুয়া কান্দি গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ এক প্রতিনিধি দল বিদ্যুৎ বিভাগের ডিভিশন ওয়ান এর ম্যানেজার দীপঙ্কর ভট্টাচার্য এবং ডিভিশন টুয়ের ম্যানেজার বিমল রায়ের সাথে মিলিত হন৷ কেন বিদ্যুৎ নিয়ে সাধারণ মানুষের এত অভিযোগ আসছে তা নিয়ে আলোচনা করেন এবং সমস্যার সমাধানে দপ্তরের কর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান৷ কখনো কখনো মানুষকে ডিভিশন ওয়ান এবং ডিভিশন ২ বলে যে বিভ্রান্ত করা হচ্ছে তা যাতে না করা হয় তাও বলে দেন৷ তাছাড়া অতিসত্বর বিদ্যুৎ বিভাগের শৌচাগারের যে বেহাল অবস্থা তার প্রতি মনোযোগ দিয়ে পরিষ্কার করার নির্দেশ দেন৷ একই দিনে সকালে বেশ কিছুদিন পর পূর্ত বিভাগের অফিসে দশটা বেজে ১৬ মিনিটে উপস্থিত হয়ে দেখেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ কেউ নেই৷ অফিসে প্রতিটা টেবিল ফাঁকা এধরনের কর্মসংসৃকতি দেখে তিনি উষ্মা প্রকাশ করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *