নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৩ মে৷৷ আবারো রাজ্যে প্রবেশের পথে অসম ত্রিপুরা সীমান্তে অসম পুলিশের হাতে উদ্ধার লরি বোঝাই পঞ্চাশ লক্ষ টাকার নেশাজাতীয় কফ সিরাপ ফেন্সিডিল ও এস্কাফআটক লরি চালক আদিত্য রাভা৷ ধৃত চালকের বাড়ি অসমের বকো এলাকায়৷ জানা গেছে, সোমবার (২ মে) সন্ধ্যা সাড়ে আটটা নাগাদ গতি ট্রান্সপোর্ট এজেন্সীর (ঙ্ছ০১ঞ্চঙ্খ/০৩৮৬ নম্বরের) একটি ছয় চাকার লরি অসম ত্রিপুরা সীমান্তে আসলে লরিতে তল্লাশি চালায় অসমের চুরাইবাড়ি ওয়াচ পোষ্টের পুলিশ৷ তল্লাশি চালিয়ে পাপড় বোঝাই লরি থেকে ২৭ প্যাকেটে ২৫৬৫ বোতল নেশাজাতীয় কফ সিরাপ ফেন্সিডিল এবং ৬৬ প্যাকেটে ৭৫৯০ বোতল এস্কাফউদ্ধার করে অসম পুলিশ৷সাথে আটক করা হয় লরি চালক আদিত্যকে৷
এদিকে অসম চুরাইবাড়ি ওয়াচ পোষ্টের ইনচার্জ নিরঞ্জন দাস জানান, তাদের রুটিন তল্লাশিতে আসে এই সাফল্য৷গতি ট্রান্সপোর্ট এজেন্সীর পাপড় বোঝাই লরি থেকে ফেনসিডিল ও এস্কাফব্র্যান্ডে মোট ১০১৫৫ বোতল নেশাজাতীয় কফ সিরাপ উদ্ধার হয়েছে৷যার বাজার মূল্য আনুমানিক পঞ্চাশ লক্ষ টাকা৷ধৃত চালক অসম পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে,কফ সিরাপ গুলি অসমের গোরচক থেকে আগরতলার উদ্যেশ্যে নিয়ে আসছিল৷ ইনচার্জ আরো জানান, পুলিশ এনডিপিএস ধারায় একটি মামলা রুজু করে তদন্ত জারি রেখেছে৷ মঙ্গলবার ধৃত চালককে করিমগঞ্জ জেলা আদালতে সোপর্দ করা হলে ঠাঁই হয় জেল হাজতে৷