Arrested : কদমতলায় কুক্ষাত চোর গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মে৷ চুরাইবাড়ির মাতা বিশ্বেশ্বরী মন্দিরে চুরির ঘটনায় জড়িত চোরকে আটক করতে সক্ষম হয়েছে কদমতলা থানার পুলিশ৷ আটক চোরের নাম আব্দুল কবির৷ ২০২০ সালে চুড়াইবাড় বিশ্বেশ্বরী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছিল৷ মধ্যে তালা ভেঙ্গে ভিতরে ঢুকে সোনা গয়না সহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র এবং দান বাক্স চুরি করে নিয়ে গিয়েছিল চোরের দল৷

এ ব্যাপারে থানায় সুনিদৃষ্ট মামলা দায়ের করা হয়েছিল৷ পুলিশ দীর্ঘদিন ধরেই মূল অভিযুক্তকে জালে তোলার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিল৷ অবশেষে মূল অভিযুক্তকে জালে তুলতে সক্ষম হয়েছে পুলিশ৷ তার বিরুদ্ধে থানায় মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ৷ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকার ধর্মপ্রাণ মানুষ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *