Thief : দিনদুপুরে ধলেশ্বরে দুঃসাহসিক চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মে৷৷ দিনদুপুরে চোরের হানা৷ ঘটনা রাজধানীর ধলেশ্বর এলাকায়৷ একই এলাকায় দুটি বাড়িতে হানা দেয় চোর৷ তবে কীভাবে চোর ঘরে প্রবেশ করে সেটাই বুঝতে পারছেননা বাড়ির মালিক৷

জানা যায় বিকেল নাগাদ ঘরের প্রত্যেক সদস্যই বাড়ির বাইরে ছিলেন৷ ঘরের দরজা এবং বাড়ির গেট দুটি বন্ধ ছিল৷ কিন্তু হঠাৎ বাড়িতে এসে মহিলা দেখতে পান কেউ একজন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে৷ চোর চোর বলে চিৎকার করায় পালিয়ে যায় ওই যুবক৷ ঘরে প্রবেশ করে দেখতে পান আলমারিতে থাকা বিভিন্ন স্বর্ণালংকার নিয়ে গেছে চোর৷ যদিও পলাতক যুবককে চিনতে পারেননি কেউই৷ খবর দেওয়া হয় পুলিশে৷ পুলিশ এসে ঘটনা তদন্ত শুরু করেছে৷ তবে দিনদুপুরে শহরতলীর বাড়িগুলোতে চুরির ঘটনায় আতঙ্ক এলাকায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *