ঢাকা, ১ মে (হি.স.): বাংলাদেশের টাঙ্গাইলের বাসাইলে ঝিনাই নদীতে শতাধিক যাত্রী নিয়ে উল্টে গেল একটি নৌকা। ইঞ্জিনচালিত ওই নৌকাডুবির ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। রবিবার দুপুর বারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে উপজেলার নথখোলা ব্রিজের নীচে। নৌপথে গাজীপুর থেকে গার্মেন্ট কর্মীদের নিয়ে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল চারটি নৌকা।
তিনটি নৌকা নথখোলা ব্রিজ অতিক্রম করে ফেলে, কিন্তু একটি নৌকা ব্রিজ অতিক্রম করার সময় জলের নীচে থাকা পরিত্যক্ত পিলারের ওপর দিয়ে যাওয়ার সময় নৌকাটির তলায় ফাটল ধরে যায়। নৌকায় জল ঢুকতে শুরু করে। প্রায় সবাই সাঁতরে নিজেদের জীবন বাঁচিয়েছেন। তবে, নৌকায় থাকা সমস্ত কিছু জলের ডুবে গিয়েছে।