ভাটিন্ডা, ২৯ এপ্রিল (হি.স.): পঞ্জাবের ভাটিন্ডায় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা অবস্থায় আগুনে পুড়ে গেল চারটি বাস। এই অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ্ হয়ে মৃত্যু হয়েছে কোনও একটি বাসের কন্ডাক্টরের। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে ভাটিন্ডা জেলার ভাগতা ভাই কা শহরের একটি বাসস্ট্যান্ডে। কোনও একটি বাসে কন্ডাক্টর গুরুদাস সিং ঘুমিয়ে ছিলেন, তিনি একটি বেসরকারি বাস কোম্পানিতে চাকরি করতেন।
কীভাবে আগুন লাগল তা জানা যায়নি। আগুনে পুড়ে যাওয়া ৪টি বাসের মধ্যে দু’টি নিউ মালওয়া বাস কোম্পানির, একটি জালাল বাস সার্ভিসের এবং অন্যটি জিবিএস বাস সার্ভিসের। দু’টি বাস একেবারেই নতুন ছিল এবং নির্ধারিত রুটে এখনও চলাচলও শুরু করেনি।