নিউইয়র্ক, ২৮ এপ্রিল (হি.স.): ইতিমধ্যেই কিনে ফেলেছেন মাইক্রোব্লগিং সাইট টুইটার। এবার ধনকুবের এলন মাস্কের নজর পড়ল কোকা কোলার দিকে, তিনি কিনতে চান ম্যাকডোনাল্ডও। কোকা কোলা কিনে তিনি মেশাতে চাইছেন কোকেন। বৃহস্পতিবার এমনই টুইট করে শোরগোল ফেলে দিয়েছেন টুইটারের মালিক এলন মাস্ক। নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে মাস্ক লেখেন এরপর ‘কোকা কোলা কিনতে চলেছেন’ তিনি। শুধু তাই নয়, কোকা কোলা ক্রয় করে তাতে ‘ফের কোকেন মিশিয়ে দেবেন’ বলেও জানান তিনি। জল্পনা শুরু হওয়ার কিছুক্ষণ বাদেই ফের টুইট করে টুইটারকে মজার জায়গা করে তোলার আহ্বান জানান মাস্ক।
অপর একটি টুইটে মাস্ক জানান, “এবার আমি ম্যাকডোনাল্ড কিনতে যাচ্ছি।” কিছুক্ষণ বাদে আবার জানান, “শুনুন আমি অলৌকিক কাজ করতে পারি না।” বোঝাই যাচ্ছে মজা করানোর জন্যই এই টুইটগুলি করছেন ধনকুবের এলন মাস্ক।