ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল।। রাজ্য সিনিয়র ক্রিকেট শুরু সম্ভবত মে মাসের দ্বিতীয় সপ্তাহে। ওই আসরে অংশ নেবে কৈলাসহর মহকুমা। আসরে ভালো ফলাফলের লক্ষ্যে বৃহস্পতিবার থেকে শুরু হলো নির্বাচনী শিবির। ওই শিবিরে ডাকা হয়েছে ২৭ জন ক্রিকেটারকে। কোচ বিকাশ ভট্টাচার্য-র তত্বাবধানে এদিন সকালে রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান মাঠে শুরু হয় নির্বাচনী শিবির। প্রথম দিন ক্রিকেটারদের শারীরিক সক্ষমতা বাড়ানোর উপর জোর দেওয়া হয়।
জানা গেছে,সদ্য সমাপ্ত মহাকুমা সিনিয়র ক্রিকেটের আসর থেকে বাছাই করা হয় ক্রিকেটারদের। প্রায় ১ সপ্তাহ শিবির চলানোর পর সম্ভবত ১৫ সদস্যের মহকুমার দল ঘোষনা করা হবে। শিবিরে ডাক পাওয়া ক্রিকেটাররা হলেন:অভিজিৎ সরকার, অভিজিৎ চক্রবর্তী, অভিজিৎ মালাকার, অভিজিৎ কলই, অভিক পাল, অভিষেক চক্রবর্তী, অর্কপ্রভ সিনহা, আব্দুল সালাম, বিশাল সিনহা, বিপ্রজিৎ দেবকানঙ্গ, মহম্মদ আলবাহার, মহম্মদ ইস্তেহার, মহম্মদ শামিম চৌধুরি, মেহরাজ উপ হক, রোহন রায়, সৈকত দাশগুপ্ত, সেন্টু সরকার, সাহেল দেববর্মা,সন্দীপ ধর, স্বর্ণদ্বীপ ঘোষ, স্বরূপ পাল, লৌম্যজ্যোতি সিনহা, অমিয় কান্তি শর্মা,দেবপ্রসাদ সিনহা,সলমন উদ্দিন এবং রাজরষি চৌধুরি। কোচ: বিকাশ ভট্টাচার্য, ট্রেণার: সুমন দত্ত চৌধুরি।