জম্মু, ২৮ এপ্রিল (হি.স.): জম্মুর উপকন্ঠে সিধরা এলাকায় হাইওয়ের ধারে ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করল সুরক্ষা বাহিনী। বৃহস্পতিবার সকালে হাইওয়ের ধারে দেখতে পাওয়া যায় ওই আইইডি। পরে জম্মু পুলিশের বম্ব ডিসপোজাল স্কোয়াড সেই আইইডি নিষ্ক্রিয় করেছে।
জম্মুর ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ মুকেশ সিং জানিয়েছেন, বৃহস্পতিবার জম্মু শহরের উপকন্ঠে সিধরা এলাকায় হাইওয়ের ধারে আইইডি বিস্ফোরক পড়ে থাকতে দেখা যায়। নিকটবর্তী থানা থেকে পুলিশ কর্মীরা গিয়ে সেই আইইডি ঘিরে ফেলেন। ঘটনাস্থলে যান সিনিয়র আধিকারিকরা। পরে জম্মু পুলিশের বম্ব ডিসপোজাল স্কোয়াড সেই আইইডি নিষ্ক্রিয় করেছে।