ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল।। ব্যাঙ্গালোরে অনুষ্ঠিত সর্ব ভারতীয় খেলো ইন্ডিয়া জুডো প্রতিযোগিতায় ৪৮ কেজি বিভাগে সোনা জয় করল রাজ্যের মেয়ে অস্মিতা দে। এই প্রতিযোগিতায় ভূপাল বিশ্ববিদ্যালয়ের হয়ে অংশ নেয় রাজ্যের এবং ত্রিপুরা স্পোর্টস স্কুলের প্রাক্তন কৃতি ছাত্রী অস্মিতা দে। বৃহস্পতিবার অস্মিতা ৪৮ কেজি বিভাগের সোনা জয় করে। তার এই সাফল্যে সারা দেশ গর্বিত। ক্রীড়াঙ্গনে অস্মিতার প্রথম গুরু ছিলেন ত্রিপুরা স্পোর্টস স্কুলের জুডো কোচ মানিক লাল দেব। সপ্তম থেকে দশম শ্রেণী পর্যন্ত স্পোর্টস স্কুলে পড়াশুনা ও খেলাধুলা করছে সে।
২০১৮ সালে খেলো ইন্ডিয়া স্কীমে ভূপাল পারি দেয় সে। দির্ঘ্য চার বছর মানিক স্যারের কাছেই নিরলস অনুশীলন করেগেছে। বিলোনিয়ার কলেজ স্কোয়ার এলাকার অর্জুন কুমার দের গর্বের মেয়ে অস্মিতা। অস্মিতার লক্ষ্য বিশ্ব আসরে পদক জয় করা। তাঁর এই সাফল্যে গর্বিত ও আনন্দিত তার প্রথম কোচ মানিক লাল দেব। তাছাড়া অভিনন্দন বার্তা পাঠিয়েছেন স্পোর্টস স্কুলের ক্রীড়া শিক্ষক প্রনব অখন্ড ও আরো অনেকে।