ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল।। এ জি বাংলা-ই খেলবে ফাইনালে। হেরে বিদায় আসাম। এ.জি পূর্বাঞ্চলীয় টি-টোয়েন্টি আসরের চূড়ান্ত পর্যায়ে খেলা বেশ জমজমাট হয়ে উঠেছে। রোমাঞ্চকর সেমিফাইনাল ম্যাচে এ জি বাংলা ৫১ রানের ব্যবধানে এ.জি আসামকে পরাজিত করে, এবারও ফাইনালে খেলার ছাড়পত্র ছিনিয়ে নিয়েছে। বুধবার কোয়ার্টার-ফাইনাল ম্যাচে আয়োজক ত্রিপুরাকে ৯ উইকেটে হারিয়ে পরাক্রমী আসাম সেমিফাইনালে প্রবেশ করলেও বাংলার কাছে হোঁচট খেয়ে আজ বিদায় আসামের।
সকাল সাড়ে নয়টায় পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে ম্যাচ শুরুতে টস জিতে এ.জি বাংলা প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে বাংলা ১৬৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে ওপেনার অভিষেক রমন দুর্দান্ত ৮৩ রান পায়। ১৭টি বাউন্ডারি সহযোগে অভিষেক এই ৮৩ রান সংগ্রহ করে। এছাড়া, কাজী ইউনাইদ সাইপির ৩৭ রান এবং প্রয়াস রায় বর্মণের ১৫ রান উল্লেখযোগ্য। উদ্দীপন মুখার্জির অপরাজিত ১৪ রানও বড় স্কোরে অনেকটা কাজে এসেছে। আসামের বোলার প্রশান্ত সোনোয়াল ও শমীক দাস দুটি করে এবং তারজিন্দর সিং ও মৃন্ময় দত্ত একটি করে উইকেট পেয়েছে।
জবাবে ব্যাট করতে নেমে আসাম ১৭.৪ ওভার খেলে ১১৫ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে সঞ্জু ব্রহ্মর ৩৭ রান এবং তারজিন্দর সিং-এর ৩০ রান উল্লেখ করার মতো। অন্যদের কেউ দুই অংকের রানেই পৌঁছুতে পারেনি। বাংলার সায়ন ঘোষ ১৭ রানে তিনটি উইকেট পায়। এছাড়া, সুশান্ত দাস, অরিত্র চ্যাটার্জি ও উদ্দীপন মুখার্জি প্রত্যেকে দুটি করে এবং প্রয়াস রায় বর্মণ একটি উইকেট পেয়েছে। ৫১ রানে জয় পেয়ে এ জি বাংলা ফাইনালে প্রবেশ করেছে। আগামীকাল এমবিবি স্টেডিয়ামে এ.জি পূর্বাঞ্চলীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে এ.জি বাংলা খেলবে এ.জি ওড়িশার বিরুদ্ধে।