Narendra Modi: অর্থনীতি মজবুত করতে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে মেলবন্ধন প্রয়োজন : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৭ এপ্রিল (হি.স.): ভারতীয় অর্থনীতিকে শক্তিশালী ও ক্ৰমবৰ্ধমান রাখতে কেন্দ্রীয় সরকার ও রাজ্যগুলির মধ্যে মেলবন্ধন প্রয়োজন। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের উদ্দেশে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোভিড-পরিস্থিতি নিয়ে বুধবার দুপুরে সমস্ত মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এই বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, “বর্তমান পরিস্থিতিতে দেশের অর্থনীতি মজবুত করতে কেন্দ্র এবং রাজ্য সরকারের এক সঙ্গে কাজ করতে হবে। কেন্দ্র-রাজ্যের তাল মেল আগের থেকেও আর ভাল হওয়া প্রয়োজন। করোনা যুদ্ধ পরিস্থিতি তৈরি করেছে। এর ফলে সাপ্লাই চেন প্রভাবিত হয়েছে। তাই পরিস্থিতি আরও কঠিন হয়েছে।”

প্রধানমন্ত্রী বলেছেন, “এই বৈশ্বিক সংকট (কোভিড মহামারী) অনেক চ্যালেঞ্জ নিয়ে আসছে। এমন পরিস্থিতিতে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে সমন্বয় আরও বাড়ানো জরুরি হয়ে পড়েছে। এদিনের বৈঠকে বিভিন্ন রাজ্যকে পেট্রোপণ্যে ভ্যাট কমানোর অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘‘কেন্দ্রের কথায় মান্যতা দিয়ে কিছু রাজ্য পেট্রোপণ্যে ভ্যাট কমিয়ে মানুষের সুবিধা করেছে। কিন্তু আমি জানি না পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, তামিলনাড়ু, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ কেন এই ভ্যাট কমায়নি।’’ তবে তিনি কারও সমালোচনা করার জন্য এই কথা বলছেন না বলেও উল্লেখ করেন মোদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *