নয়াদিল্লি, ২৭ এপ্রিল (হি.স.): দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র ফিজিতে উদঘাটন হল শ্রী সত্য সাই সঞ্জীবনী চিলড্রেনস হার্ট হাসপাতালের। বুধবার ফিজি-তে শিশুদের হার্ট হাসপাতালের উদঘাটন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “ভারত নিজ দায়িত্ব পালন করেছে।” মোদীর কথায়, আমাদের ঐতিহ্য দুই দেশকে সংযুক্ত করেছে। প্রধানমন্ত্রী বলেছেন, “ফিজিতে শ্রী সত্য সাই সঞ্জীবনী চিলড্রেনস হার্ট হাসপাতালের উদঘাটন অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ফিজি-র প্রধানমন্ত্রী এবং ফিজি-র জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি।”
নিজের বক্তৃতায় প্রধানমন্ত্রী আরও বলেছেন, “শিশুদের এই হার্ট হাসপাতাল আমাদের ঐতিহ্যবাহী সম্পর্কের প্রতীক এবং ভারত ও ফিজির যৌথ যাত্রার আরেকটি নতুন অধ্যায়। আমাকে বলা হয়েছে, চিলড্রেনস হার্ট হাসপাতাল শুধুমাত্র ফিজিতে নয় সমগ্র দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রথম চিলড্রেন হার্ট হাসপাতাল।” প্রধানমন্ত্রী বলেছেন, “মানুষের সেবা, জীবের কল্যাণই আমাদের একমাত্র লক্ষ্য। এই লক্ষ্যের ওপর ভিত্তি করেই ভারত এবং ফিজির সাধারণ ঐতিহ্য দাঁড়িয়ে রয়েছে। এই আদর্শ অনুসরণ করে ভারত করোনা মহামারীর মতো কঠিন সময়েও নিজ দায়িত্ব পালন করেছে।”