BRAKING NEWS

Pakistan : পাকিস্তানের বিদেশ মন্ত্রী হিসেবে শপথ নিলেন বিলাওয়াল ভুট্টো

ইসলামাবাদ, ২৭ এপ্রিল (হি. স.) : বুধবার রাষ্ট্রপতি ভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে পাকিস্তানের বিদেশ মন্ত্রী হিসেবে শপথ নিলেন বেনজির ভুট্টোর পুত্র বিলাওয়াল ভুট্টো। ৩৩ বছর বয়সী রাজনীতিবিদকে শপথবাক্য পাঠ করান প্রেসিডেন্ট আরিফ আলভি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

ইমরান খানকে পাক প্রধানমন্ত্রীর পদ থেকে সরানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) অন্যতম শীর্ষ নেতা বিলওয়াল ভুট্টো। অথচ গত সপ্তাহে শাহবাজ মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথের তালিকায় বেনজির পুত্রের নাম না থাকায় রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছিল। বিদেশ প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন বিলওয়ালের প্রাক্তন প্রেমিকা হিনা রাব্বানি খার। রাজনীতিতে দীর্ঘদিন থাকলেও এই প্রথম মন্ত্রী হলেন বেনজির ভুট্টো ও আসিফ আলি জারদারির পুত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *