আগরতলা, ২৭ এপ্রিল (হি. স.) : ত্রিপুরায় বিমান যোগাযোগ সম্প্রসারণে উদ্যোগ নিয়েছে বিজেপি-আইপিএফটি জোট সরকার। পরিবহণ মন্ত্রী প্রণজিৎ সিংহরায় এক চিঠিতে আগরতলা-কৈলাসহর-গুয়াহাটি এবং আগরতলা-কৈলাসহর-ইম্ফল রুটে ছোট বা মাঝারি আকৃতির বিমান পরিষেবা চালু করার জন্য কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ দপ্তরের মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে অনুরোধ জানিয়েছেন।
পরিবহণ দপ্তরের প্রধান সচিব জানিয়েছেন, কৈলাসহর বিমানবন্দর চালু করার জন্য ত্রিপুরা সরকারের পরিবহণ দপ্তর ও কেন্দ্রীয় সরকারের অসামরিক পরিবহণ দপ্তর যৌথভাবে নিরন্তর প্রয়াস জারি রেখেছে। ইতিমধ্যে, কৈলাসহরের পরিত্যক্ত বিমানবন্দরটি সংস্কারের কাজে দপ্তর উদ্যোগী হয়েছে। বিমানবন্দরের টার্মিনাল বিল্ডিং এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলের সংস্কারমূলক কাজ সম্পন্ন হয়ে গেছে।
তাঁর দাবি, ওই বিমানবন্দরে পরিষেবা চালু করার জন্য বিমানবন্দরটিকে ‘উডান’ স্কিমে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া ত্রিপুরা সরকার এভিয়েশন টারবাইন ফুয়েলের উপর ধার্য ভ্যাট পূর্বের নির্ধারিত হার ১৮ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশে নামিয়ে এনেছে। তাছাড়া কৈলাসহর বিমানবন্দর চালু করার জন্য ‘উডান’ ৪১ স্কিমে কেন্দ্রীয় অসামরিক পরিবহণ দপ্তর বেসরকারি বিমান পরিষেবা প্রদানকারী সংস্থার কাছ থেকে দরপত্র আহ্বান করেছেন। কিন্তু এখনও পর্যন্ত কোনও বেসরকারি সংস্থা উক্ত দরপত্র আহ্বানে সাড়া দেয়নি।
তাঁর কথায়, কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ দপ্তরকে কৈলাসহর রানওয়ের মেরামতি ও উন্নয়নের কাজে হাত দেওয়ার জন্য ত্রিপুরা সরকারের পক্ষ থেকে এক লিখিত প্রস্তাব পাঠানো হয়েছে। তাতে ছোট বা মাঝারি আকৃতির বিমান যেমন ‘ডোর্নিয়ার ২২৮’ অথবা এটিআর-৭২ পরিষেবা ওই বিমানবন্দরে চালু করা সম্ভব হবে বলে ত্রিপুরা সরকার মনে করছে।তাঁর দাবি, ইতিমধ্যে পরিবহণ মন্ত্রী প্রণজিৎ সিংহরায় এক চিঠিতে আগরতলা-কৈলাসহর-গুয়াহাটি এবং আগরতলা-কৈলাসহর-ইম্ফল রুটে ছোট বা মাঝারি আকৃতির বিমান পরিষেবা চালু করার জন্য কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ দপ্তরের মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে অনুরোধ জানিয়েছেন। তিনি আশাবাদী, কেন্দ্রীয় সরকার এবং ত্রিপুরা সরকারের যৌথ উদ্যোগে অচিরেই কৈলাসহর বিমানবন্দরে পুনরায় বিমান পরিষেবা চালু করা সম্ভব হবে এবং রাজ্যবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার পরিসমাপ্তি ঘটবে।