খোয়াই, ২৭ এপ্রিল : খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন একটি দোকানে গতকাল রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দোকানের মালিকের নাম সঞ্জু সাহা।
জানা গেছে, সঞ্জয় সাহা নামে ওই দোকানে গতকাল রাতে দোকান বন্ধ করে বাড়িতে যান। বুধবার সকাল সাতটা নাগাদ দোকান খুলতে এসে লক্ষ্য করেন দোকানের দরজার তালা ভাঙ্গা। দোকানের ভিতরে ঢুকে লক্ষ করেন যাবতীয় জিনিসপত্র লন্ডভন্ড। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় খোয়াই থানার পুলিশকে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং ঘটনা তদন্ত করে। প্রাথমিক তদন্তে জানা গেছে প্রায় ৫০ হাজার টাকার সামগ্রী চুরি করে নিয়ে গেছে চোরের দল। শহরের নিরাপত্তা বলয়ের মধ্যে এ ধরনের চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীসহ স্থানীয় মানুষের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে।
পুলিশের ভূমিকা ঘিরে জনমনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। স্থানীয় ব্যবসায়ী এবং এলাকাবাসীর অভিযোগ রাতে পুলিশের টহল নিয়মিতভাবে দেওয়া হয় না। সেই সুযোগকে কাজে লাগিয়ে এই চোরের দল এ ধরনের চুরির ঘটনা সংঘটিত করে চলেছে।
উল্লেখ্য, খোয়াই শহর ও শহরতলীর এলাকায় গত বেশ কিছুদিন ধরেই এ ধরনের চুরির ঘটনা। ব্যাপকহারে বৃদ্ধি পেয়ে চলেছে। এলাকায় রাত্রিকালীন পুলিশি টহল বাড়ানোর জন্য জোরালো দাবি উঠেছে।