ত্রিপুরায় বিদ্যালয়গুলিতে শিশুদের অধিকার প্রতিষ্ঠায় ক্লাব গঠনের প্রস্তাব টিসিপিসিআর-র

আগরতলা, ২৬ এপ্রিল(হি. স.): ত্রিপুরায় বিদ্যালয়গুলিতে শিশুদের অধিকার প্রতিষ্ঠায় ক্লাব গঠনের প্রস্তাব দিয়েছে ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস(টিসিপিসিআর)। শিক্ষা দফতরের সাথে সমন্বয়ের ভিত্তিতে ওই ক্লাব পরিচালিত হবে। তাতে, বাল্য বিবাহ, অবমাননা এবং শিশু শ্রমের ঘটনার দিকে নজরদারি রাখবে ও টিসিপিসিআর-কে সময়মত অবগত করবে। আজ সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন টিসিপিসিআর-র চেয়ারপার্সন নীলিমা ঘোষ।

এদিন তিনি বলেন, শিশু অধিকার রক্ষায় বিদ্যালয় স্তরে ক্লাব গঠনের বিষয়ে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে শিক্ষা মন্ত্রীর সাথে বিস্তারিত আলোচনা হয়েছে। শিশুদের প্রয়োজনের ভিত্তিতে ওই ক্লাব পরিচালিত হওয়ার জন্য টিসিপিসিআর থেকে অর্থ বরাদ্দ করা হবে। তাঁর দাবি, শিশুদের অবমাননা, বাল্য বিবাহ অথবা শোষণের ঘটনা যা শিশু অধিকার কমিশনের এক্তিয়ারভুক্ত, সেই সমস্ত ঘটনা ওই ক্লাব সমস্য মতো ব্যবস্থা নেওয়ার জন্য টিসিপিসিআর-কে জানাবে।

তাঁর মতে, খুব শীঘ্রই ওই ক্লাব গঠন করা হবে। বিদ্যালয়গুলিতে পরীক্ষা সমাপ্ত হওয়ার অপেক্ষায় রয়েছে টিসিপিসিআর। তিনি বলেন, শিক্ষা দফতর আশ্বাস দিয়েছে পরীক্ষা সমাপ্ত হতেই ক্লাব গঠনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। সাথে তিনি যোগ করেন, শিক্ষা দফতর চাইলে টিসিপিসিআর বিদ্যালয়গুলিতে কাউন্সিলর পাঠাতে প্রস্তুত আছে। তাঁরা বিদ্যালয় পরিদর্শন করবেন এবং শিশুদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন।এই প্রকল্পের বাইরে পরিস্থিতি সম্পর্কে সম্যক ধারণা নিতে টিসিপিসিআর প্রতিনিয়ত বিদ্যালয় পরিদর্শন, ছাত্রছাত্রীদের অভিভাবকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা, ছাত্রাবাস পরিদর্শন করবে, জানালেন তিনি। তাঁর দাবি, স্কুলের ব্যাগের ওজন নির্ণয়ে টিসিপিসিআর একটি কর্মসূচী হাতে নেবে। কারণ, এ-বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দিষ্ট আদেশ রয়েছে। কিন্ত বেসরকারি বিদ্যালয়গুলি সেই আদেশ মানছে না এবং ছাত্রছাত্রীদের অনেক বোঝা প্রতিদিন বইতে হচ্ছে। তিনি বলেন, বিদ্যালয়গুলির কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে সুপ্রিম কোর্টের আদেশ মেনে চলার জন্য জোর দেবে টিসিপিসিআর। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *