চিন্তুরু, ২৬ এপ্রিল (হি.স.): অন্ধ্রপ্রদেশে যাত্রীবোঝাই একটি বাসে আগুন ধরিয়ে দিল মাওবাদীরা। রবিবার রাতের ঘটনাটি প্রকাশ্যে এসেছে মঙ্গলবার। অন্ধ্রপ্রদেশ-ছত্তিশগড় সীমানা এলাকার কাছে চিন্তুরুতে একটি বাসে আচমকাই আগুন লাগিয়ে দেওয়া হয় মাওবাদীদের দ্বারা। ছত্তিশগড়ের সীমান্ত থেকে মাত্র ৩-৪ কিমি দুরে স্থিত চিন্তুরুর কাছে মাওবাদীরা ওই বাসটির পথ আটকায় বলে জানা গিয়েছে।
এরপর বাসটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, এর আগেও বহুবার এই ধরণের ঘটনা ঘটিয়েছে মাওবাদীরা। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি। অ্যাসিস্ট্যান্ট পুলিশ সুপার কৃষ্ণকান্ত জানিয়েছেন, রবিবার রাত ১১.৩০ মিনিট নাগাদ চিন্তুরুর কাছে মাওবাদীরা ওই বাসটির পথ আটকায়। তারপর আগুন ধরিয়ে দেয়। এর আগে ২০১৮, ২০১৯ ও ২০২০ সালেও একই ধরনের ঘটনা ঘটেছিল ওই এলাকায়।