নয়াদিল্লি, ২৫ এপ্রিল (হি.স.): দিল্লির সত্য নিকেতন এলাকায় নির্মীয়মান বহুতল ভেঙে মৃত্যু হয়েছে দু’জনের। এছাড়াও কমপক্ষে ৪-৫ জন ভগ্নস্তূপের নীচে আটকে রয়েছেন বলে মনে করা হচ্ছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর আধিকারিক গোবর্ধন বাইরওয়া জানিয়েছেন, এখনও পর্যন্ত দু’টি দেহ উদ্ধার হয়েছে। ৪-৫ জন আটকে রয়েছেন। উদ্ধারকাজ চলছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অন্তত পাঁচ শ্রমিক তলায় আটকে আছেন। ধ্বংসস্তূপের তলা থেকে শ্রমিকদের বের করে আনার চেষ্টা চলছে।
যদিও পুরসভা জানিয়েছে, বাড়িটি দুর্ঘটনাপ্রবণ বলে আগেই ঘোষণা করা হয়েছিল। বাড়ির মালিককে নোটিস পাঠানো হয়েছিল। কিন্তু তারপরেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। দক্ষিণ দিল্লি পুরসভার মেয়র মুকেশ সুরিয়ান বলেন, ‘যাঁর বাড়ি তিনি সংস্কার করতে চেয়েছিলেন। আমরা বাড়িটি দুর্ঘটনাপ্রবণ ঘোষণা করে মার্চ মাসে নোটিস পাঠিয়েছিলাম। তারপরেও কোনও ব্যবস্থা না নেওয়ায় এপ্রিল মাসের ১৪ তারিখ পুলিশকে জানানো হয়।

