আগরতলা, ২৫ এপ্রিল : উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর এবং সিপাহীজলা জেলার মধুপুর থানা এলাকা থেকে তিন চোরকে গরুসহ আটক করেছে পুলিশ। ঘটনার বিবরণে জানা গেছে, ধর্মনগর থানার পুলিশ ভোররাতে নিয়মমাফিক টহল দেওয়ার সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে গরু নিয়ে যেতে দেখে আটক করেন। তার নাম ফকর উদ্দিন। তিনি কদমতলা থানা এলাকার বাসিন্দা। তার কাছ থেকে পুলিশ দুটি গরু উদ্ধার করেছে। গরু গুলি চুরি করে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল ফকর উদ্দিন।
এ বিষয়ে বিস্তারিত তথ্য দিয়ে ধর্মনগর থানার ওসি পার্থ চক্রবর্তী জানান, ধর্মনগর থানার পুলিশ ভোররাতে নিয়মমাফিক টহল দেওয়ার সময় গরুসহ চোরকে আটক করতে সক্ষম হয়েছে। তার বিরুদ্ধে ধর্মনগর থানায় নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করা হয়েছে।
এদিকে, বিশালগড় মহকুমার মধুপুর থানা এলাকার মিয়াপাড়া থেকে গরু চোর সন্দেহে দুই যুবককে আটক করেছেন স্থানীয় মানুষ। আটক দুই যুবকের নাম নন্দলাল সবর এবং রাজকুমার সবর। জানা গেছে, গভীর রাতে ওই দুই যুবক সন্দেহজনকভাবে সীমান্তবর্তী মিয়াপাড়া এলাকায় ঘোরাফেরা করছিল। তখন এলাকাবাসী ওই দুই সন্দেহভাজন যুবককে আটক করেন। তাদেরকে আটক করে মধুপুর থানার পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে মধুপুর থানার পুলিশ সেখানে ছুটে যায় এবং ২ যুবককে আটক করে থানায় নিয়ে আসে। তাদের বাড়ি কমলাসাগর চা বাগান এলাকায় বলে জানা গেছে। মধুপুর থানার পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে।