ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ এপ্রিল।। দুরন্ত অনস্ চক্রবর্তী। ব্যাটে-বলে দুই বিভাগেই দাপট দেখিয়ে জয় এনে দিলো নর্থ পয়েন্ট স্কুলকে। প্রথমে ব্যাট হাতে ৭০ রান করার পর বল হাতে ১ উইকেট নিয়ে দলের জয়ে মূখ্য ভূমিকা নেয়। সঙ্গত: কারনেই ম্যাচের সেরা ক্রিকেটার বেছে নেওয়া হয় অনসকে। সোমবার অনসরে হাত ধরে নর্থ পয়েন্ট স্কুল ১৭ রানে পরাজিত করে গোল্ডেন ভ্যালি স্কুলকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-১৭ আন্ত: স্কুল ক্রিকেটে। বি বি আই মাঠে হয় ম্যাচটি। রবিবার রাতে বৃষ্টি হওয়ায় এদিন ওভার কমিয়ে ২২ করা হয়।
এদিন সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে নর্থ পয়েন্ট স্কুল নির্ধারিত ২২ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫১ রান করে। দলের পক্ষে অনস চক্রবর্তী ৬৯ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৭০, সোমশুভ্র দে ১৯ বল খেলে ২ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৫ এবং প্রকাশ জ্যোতি দাস ৩২ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৫ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ২০ রান। গোল্ডেন ভ্যালি স্কুলের পক্ষে রৌণক নাথ, শিবার্ঘ কর, শিব প্রসাদ দেবনাথ এবং মণিদীপ দে একটি করে উইকেট পেয়েছে।
জবাবে খেলতে নেমে গোল্ডেন ভ্যালি স্কুল নির্ধারিত ২২ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৪ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে তুহিন দে ৫৫ বল খেলে ২ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৬ এবং রৌণক নাথ ২৫ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২২ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ২২ রান। নর্থ পয়েন্ট স্কুলের পক্ষে সোম শুভ্র দে (২/২২) এবং অভিজিৎ ঘোষ (২/৩০) সফল বোলার।