কুলগাম, ২৪ এপ্রিল (হি.স.) : শনিবার সন্ধ্যায় শুরু হয়েছিল গুলির লড়াই। রবিবার ভোররাত অবধি চলে।
গুলির লড়াই শেষে দুই জঙ্গিকে খতম করতে সক্ষম হল যৌথ বাহিনী। শেষ হল ১৪ ঘণ্টার অপারেশন। জম্মু ও কাশ্মীরের কুলগামের মিরহামা এলাকায় এক এনকাউন্টারে নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদের দুই জঙ্গিকে নিকেশ করা হয়েছে বলে কাশ্মীরের পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বিজয় কুমার জানিয়েছেন। তাদের কাছ থেকে বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
জম্মু ও কাশ্মীর পুলিশের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) বিজয় কুমার বলেন, “নিহত জেএম সন্ত্রাসবাদী উভয়ই পাকিস্তানি। তারা জইশ সংগঠনের সদস্য। নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে ঢুকেছে। নিহতদের একজনের নাম সুলতান পাঠান। অপরজনের নাম জাবিউল্লাহ। তাদের কাছ থেকে ২টি একে রাইফেল, ৭টি একে ম্যাগাজিন, ৯টি গ্রেনেড সহ অপরাধমূলক সামগ্রী, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।” .
পুলিশের সিনিয়র সুপারিনটেনডেন্ট (এসএসপি) এলাকায় তিন থেকে চারটি জইশ-ই-মহম্মদের সন্ত্রাসবাদী লুকিয়ে থাকার খবর পাওয়ার পর এনকাউন্টার শুরু হয়। কাশ্মীর পুলিশ ও ভারতীয় সেনা বাহিনী যৌথভাবে অভিযান চালানো হয়।
অন্য দুই সন্ত্রাসীকে এখনও খুঁজে পাওয়া যায়নি বলে তিনি যোগ করেছেন।
রাতে সাধারণ মানুষদের সরাতে রাতে অভিযান বন্ধ রেখে রবিবার সকাল থেকে এনকাউন্টার অব্যাহত থাকে।