BRAKING NEWS

Hat Trick : মৃগেন শরণিয়ার হেট্ৰিক, ফের গুয়াহাটির মেয়র হওয়ার পথে? জানা যাবে ২৮শে

গুয়াহাটি, ২৪ এপ্রিল (হি.স.) : গুয়াহাটি পুরনিগম (জিএমসি)-এর পরবর্তী মেয়র কে হবেন, ঘোষণা হতে পারে আগামী ২৮ এপ্ৰিলের পর৷ ২৯ নম্বর ওয়ার্ড থেকে তিনবার জয় লাভ করছেন ভারতীয় জনতা পা্টির প্ৰাৰ্থী মৃগেন শরণিয়া৷ প্রথম ২০০৩, তার পর ২০১৩-র পর এবার ২০২২ সালের নির্বাচনেও ওই একই ওয়ার্ড থেকে বিপুল ভোটের ব্যবধানে পারিষদ নির্বাচিত হয়েছেন মৃগেন। গত মেয়াদে তিনি গুয়াহাটির মেয়র পদও সামলেছেন। এবারের জিএমসি নিৰ্বাচনে জয় লাভের সঙ্গে সঙ্গে মৃগেন শরণিয়া হেট্ৰিক করেছেন৷

এরই পরিপ্ৰেক্ষিতত প্ৰাক্তন মেয়র মৃগেন শরণিয়া পুনর্বার নিগমের মেয়র হবেন কিনা, শুরু হয়েছে জল্পনা৷ সাংবাদিকদের জিজ্ঞাসার জবাবে অভিজ্ঞতাসম্পন্ন প্রাক্তন মেয়র শরণিয়া সাংবাদিকদের জানান, দল তাঁকে যে দাযিত্ব দেবে, নিষ্ঠা সহকারে তা পলন করতে গ্ৰহণ করবেন৷ তবে ক্ষমতার জন্য তিনি মোটেও লালায়িত নন, স্পষ্ট করেছেন তিনি৷

প্ৰসঙ্গত, গুয়াহাটির বাস্তবতা সম্পর্কে, গুয়াহাটির নাগরিকদের ভালো করে চেনেন, এমন অভিজ্ঞ কোনও যোগ্য ব্যক্তিকে মেয়র হিসেবে নিৰ্বাচিত করা হবে বলে আজ জানিয়েছিলেন বিজেপির প্রদেশ সভাপতি ভবেশ কলিতা। তবে প্ৰধানমন্ত্ৰীর সফরসূচির পর নতুন মেয়রের নাম ঘোষণা হবে, তা-ও জানিয়েছেন ভবেশ৷ তিনি বলেছিলেন, নতুন মেয়র চয়ন সম্পর্কে আজই মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মা, তিনি নিজে (ভবেশ কলিতা) এবং দলের অন্য শীৰ্ষ নেতৃত্ব এক বৈঠকে বসবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *