IPL : আইপিএলের জোড়া প্লে-অফ পাচ্ছে ইডেন, ফাইনাল আহমেদাবাদে

কলকাতা, ২৪ এপ্রিল (হি.স.) : দু’বছর পর অবশেষে আইপিএলের ম্যাচ পাচ্ছে ইডেন গার্ডেন্স। একেবারে জোড়া প্লে-অফের ম্যাচ হতে চলেছে ক্রিকেটের নন্দনকাননে। খোদ বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় একথা জানিয়েছেন। শুধু তাই নয়, প্লে-অফের খেলা দেখতে মাঠে প্রবেশ করতে পারবেন ১০০ শতাংশ দর্শক।

করোনা পরিস্থিতিতে জৈব বলয়ের ঝক্কি এড়াতে এবছরের আইপিএলের গোটা গ্রুপ পর্ব মহারাষ্ট্রেই করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। মুম্বইয়ের তিন স্টেডিয়াম ব্র্যাবোর্ন, ডিওয়াই পাটিল এবং ওয়াংখেড়ের পাশাপাশি পুণেতেও আইপিএলের কয়েকটি ম্যাচ হচ্ছে। আসলে দেশের বিভিন্ন প্রান্তে খেলা হলে ক্রিকেটারদের প্রচুর যাতায়াত করতে হয়। তাতে জৈব বলয় ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই একটা রাজ্যেই গ্রুপ পর্বের সব ম্যাচ করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

তবে সব ঠিক থাকলে গ্রুপ পর্বের শেষেই আইপিএলের প্লে-অফগুলি হবে কলকাতা এবং আহমেদাবাদে। ২৯ মে ফাইনাল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। প্লে-অফের দ্বিতীয় ম্যাচও হবে আহমেদাবাদে। ২৪ ও ২৬ মে প্লে-অফ দুটি হবে কলকাতায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *