কলকাতা, ২৪ এপ্রিল (হি. স.): হরিদেবপুরে অস্ত্র উদ্ধারের ঘটনায় নয়া তথ্য। অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেফতার ৪। ধৃতদের রবিবার তোলা হবে আদালতে।
শনিবার হরিদেবপুর এলাকার ৪১ পল্লি ক্লাবের সামনে একটি পরিত্যক্ত অটোর মধ্যে উদ্ধার হয় ১৯টি তাজা বোমা। শুধু তাজা বোমা নয় সঙ্গে একটি আগ্নেয়াস্ত্র ও দু’টি কার্তুজ উদ্ধার হয়। প্রথমে স্থানীয়রাই তা দেখতে পেয়ে খবর দেয় হরিদেবপুর থানায়। পুলিশ এসে বোমা, আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধার করে। জানা গিয়েছে, পরিত্যক্ত ওই অটোটি হরিদেবপুর রুটের নয়। বিজয়গড় থেকে চক্রবেড়িয়া রুটের। এরপরই তদন্ত শুরু করে পুলিশ।
সিসিটিভি ফুটেজের সূত্র ধরে চারজনকে রবিবার ভোর রাতের দিকে গ্রেফতার করে পুলিশ । পুলিশ সূত্রে খবর,ধৃতদের রবিবারই তোলা হবে আদালতে । ওই অটোর ভিতর কেন বোমা ও অস্ত্রশস্ত্র মজুত করা হল এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত তদন্ত শুরু করেছে পুলিশ ।

