জম্মু, ২৩ এপ্রিল (হি.স.): জম্মুর সাম্বা জেলায় রবিবার আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দিন সাম্বা জেলার পাল্লি গ্রামে যাবেন প্রধানমন্ত্রী, পঞ্চায়েতি রাজ দিবস উপলক্ষ্যে পঞ্চায়েতদের উদ্দেশে বক্তব্য রাখবেন দেশের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর আসন্ন সফরের প্রাক্কালে বহুস্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে সাম্বা জেলার পাল্লি গ্রাম। নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে জম্মুতেও।
অধীর আগ্রহে প্রধানমন্ত্রীর অপেক্ষা করছেন পাল্লি গ্রামের বাসিন্দারা। এত আনন্দ এর আগে কখনও দেখেননি পাল্লি গ্রামের বাসিন্দারা। রবিবারের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সরকাররি আধিকারিক, পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠান (পিআরআই), ব্লক উন্নয়ন পরিষদ, জেলা উন্নয়ন পরিষদের পাশাপাশি সিনিয়র রাজনীতিবিদরাও। মনে করা হচ্ছে, অনুষ্ঠানে এক লক্ষের বেশি মানুষ উপস্থিত থাকবেন। ২০১৯ সালে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার পর এটাই প্রধানমন্ত্রীর প্রথম জম্মু-কাশ্মীর সফর। এই সফরে পাল্লি গ্রামে পঞ্চায়েত সদস্যদের নিয়ে একটি বড় জনসভায় বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী।