Google Doodle : ইরাকের শিল্পী নাজিহা সেলিমকে শ্রদ্ধা গুগল ডুডলে

নয়াদিল্লি, ২৩ এপ্রিল (হি. স.) : নাজিহা সেলিম। অনেকের কাছেই অপরিচিত নাম। তবে যাঁরা চিত্রশিল্পের সঙ্গে এবং বিশ্বব্যাপী ঘটে চলা নানা আন্দোলনের খোঁজখবর রাখেন, তাঁরা জানেন ইরাকের মহিলাদের কথা কীভাবে তুলিতে ধরে রেখেছেন নাজিহা।

শনিবার, ইরাকের শিল্পী নাজিহা সেলিমের কাজ এবং জীবনকে উত্সর্গ করে বিশেষ ডুডল তৈরি করেছে সার্চ ইঞ্জিন গুগল৷ ২০২০ সালের এই দিনেই বারজিল আর্ট ফাউন্ডেশন তাদের মহিলা শিল্পীদের সংগ্রহে নাজিহা সেলিমের প্রতিভাকে সামনে নিয়ে আসে, জানিয়েছে গুগল।নাজিহা সেলিম উপযুক্ত শ্রদ্ধা শনিবারের এই গুগল ডুডল। এটি দু’টি ছবির সংমিশ্রণ একটি তুলি ধরে রয়েছেন নাজিহা সেলিম এবং অন্যটি তাঁর চিত্রকর্ম যাতে সবসময়ই গ্রামীণ ইরাকি মহিলাদের কথা তুলে ধরেছেন নাজিহা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *