দিল্লির রোহিণী আদালতে চলল গুলি, হতাহতের খবর নেই

নয়াদিল্লি, ২২ এপ্রিল (হি.স.): গুলি চলল দিল্লির রোহিণী আদালত চত্বরে। শুক্রবার সকালে রোহিণী আদালতে কর্তব্যরত নাগাল্যান্ড পুলিশের এক কর্মীর সার্ভিস বন্দুক থেকে চলল গুলি। দুই আইনজীবীর মক্কেলদের মধ্যে ঝামেলা থামানোর চেষ্টা করছিলেন ওই পুলিশ কর্মী, আচমকাই তাঁর সার্ভিস বন্দুক থেকে গুলি চলে। গুলির শব্দে আদালতে চত্বরে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। এই ঘটনায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, দুই আইনজীবীর মক্কেলদের মধ্যে ঝামেলা চলছিল। নাগাল্যান্ড পুলিশের একজন কর্মী, যিনি নিরাপত্তার দায়িত্বে ছিলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিলেন এমন সময় তাঁর সার্ভিস বন্দুক থেকে গুলি চলে। গুলিটি গ্রাউন্ডে লাগে এবং কেউ আহত হননি। অসাবধানবশত না-কি অন্য কোনও কারণে গুলি চালানো হয়েছে, তা জানতে তদন্ত শুরু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *