ম্যানঞ্চেস্টার, ২১ এপ্রিল (হি.স.) : চলতি মরসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে নাটকীয় পরিবর্তন। একদিনেই প্রেক্ষাপট বদলে যাচ্ছে। গতদিন ম্যান ইউকে হারিয়ে লিভারপুল শীর্ষে চলে গিয়েছিল। কিন্তু রাত পোহাতেই ম্যাঞ্চেস্টার সিটি ৩-০ গোলে ব্রাইটনকে হারিয়ে শীর্ষে চলে গিয়েছে।ম্যান সিটির হয়ে গোল তিনটি করেছেন রিয়াদ মাহারেজ, ফিল ফোডেন এবং বার্নার্ডো সিলভা। এই জয়ের ফলে ম্যান সিটির পয়েন্ট ৩২ ম্যাচে ৭৭। সমান সংখ্যক ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৭৬। তৃতীয় স্থানে থাকা চেলসির পয়েন্ট ৬২। যারা বুধবার ৪-২ গোলে হেরেছে আর্সেনালের কাছে। ঘরের মাঠ ইত্তিহাদ স্টেডিয়ামে ম্যান সিটি গোলের দরজা খুলতে পারেনি। কিন্তু বিরতির পরে পেপ গুয়ার্দিয়লার দল ঘুরে দাঁড়িয়েছে। ৫৩ মিনিটেই প্রথম গোলের খাতা খোলেন আলজেরিয়ান ফুটবলার রিয়াদ মাহারেজ। এই গোলের ১২ মিনিট পরে আবারও গোল। এবার সিটির হয়ে গোল করেন ফিল ফোডেন। ম্যাচের ৮২ মিনিটে এসে বার্নার্ডো সিলভা ব্রাইটনের বিপক্ষে শেষ গোলটি করেন।
চেলসির ঘরের মাঠ স্ট্যানফোর্ড ব্রিজে দুরন্ত আর্সেনাল। নাটকীয়তা ভরা ম্যাচে চেলসিকে ৪-২ হারিয়েছে আর্সেনাল। এই ম্যাচে জয় পেয়ে আর্সেনালের ৩২ ম্যাচে পয়েন্ট ৫৭। চেলসির পয়েন্ট ৬২। তারা রয়েছে তৃতীয় স্থানে। ৫৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে টটেনহ্যাম হটস্পার। ৩২ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে ম্যান সিটি এবং ৭৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লিভারপুল।