Cricket : কেরালায় সিনিয়র মহিলা টি-‌২০, ওড়িশার কাছেও পরাজিত ত্রিপুরা

ত্রিপুরা-‌৮৫

ওড়িশা-‌৯১/‌৩

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ এপ্রিল।। আবারও পরাজয়। এবারও ব্যাটসম্যানদের ব্যর্থতায়। ৩ ম্যাচ খেলে দুটিতে পরাজিত হয়ে মূলপর্বে যাওয়ার দৌড় থেকে অনেকটাই পিছিয়ে পড়লো ত্রিপুরা। অপরদিকে টানা ৩ ম্যাচে জয় পেয়ে গ্রুপের শীর্ষে ওড়িশা। তিরুবন্তপূরমে অনুষ্ঠিচ সিনিয়র মহিলাদের টি-‌২০ ক্রিকেটে। কে সি এ মাঠে অনুষ্ঠিত ম্যাচে বৃহস্পতিবার ওড়িশা ৭ উইকেটে পরাজিত করে ত্রিপুরাকে। ত্রিপুরার গড়া মাত্র ৮৫ রানের জবাবে ওড়িশা ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। রাজ্যদলের ঝুমকি দেবনাথ এবং মামন রবিদাস ছাড়া কোনও ব্যাটসম্যানই রান পাননি। ফলে পরাজিত হতে হয়েছে ত্রিপুরাকে। তার উপর এদিন সকালে টসে জয়লাভ করে কেনও ত্রিপুরা ব্যাট নিয়েছে তা নিয়েও প্রশ্ন উঠেছে।

সকালে জোরে বোলাররা কিছুটা সুবিধে পেয়ে থাকে, তা সকলের জানা। তারপরও কেনও টসে জয়লাভ করে ব্যাট?‌ সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে শুরুতেই চাপে পড়ে ত্রিপুরা। দিনের প্রথম ওভারের দ্বিতীয় বলে অম্বিকা দেবনাথকে হারিয়ে ত্রিপুরা খাদের কিনারায় চলে যায়। এর থেকে আর বের হতে পারেনি। দলের নামিদামি ব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায় ত্রিপুরা বড় স্কোর গড়তে ব্যর্থ হয়। ত্রিপুরা ১৯.‌২ ওভারে সবকটি উইকেট হারিয়ে সর্বসাকুল্যে মাত্র ৮৫ রান করে। ওপেনার ঝুমকি দেবনাথ ২৮ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২১, মামন রবি দাস ২৮ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৬ এবং শিউলি চক্রবর্তী ১৩ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন। ওড়িশার বোলারদের সামনে ২২ গজে ত্রিপুরার আর কোনও ব্যাটসম্যান মাথা তুলে দাড়াতে পারেননি। ওড়িশার পক্ষে রামেশ্বরী নায়েক (‌২/‌৮), সুশ্রী দিব্যাদর্শনী (‌২/‌১৭) এবং সুজতা মল্লিক (‌২/‌১৯) সফল বোলার।

জবাবে খেলতে নেমে ওড়িশা ১৯ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের দুই ওপেনার মাধুরি মেহেতা এবং কাজল জেনা ওপেনিং জুটিতে ৫২ রান যোগ করে দলের জয় নিশ্চিত করে দেয়। মাধুরি ৩৬ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২৮ এবং কাজল ৩৩ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৫ রান করেন। ত্রিপুরার অধিনায়িকা অন্নপূর্ণা দাস নিজের তৃতীয় এবং চতুর্থ ওভারে দুই ওপেনারকে তুলে নিয়ে কিছুটা চাপে ফেলে ওড়িশাকে। শেষ দিকে সারিতা মেহের দলকে কাঙ্খিত জয় এনে দেন। সারিতা ২৪ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২০ রানে অপরাজিত থেকে যান। এছাড়া ওড়িশার পক্ষে সুশ্রী দিব্যাদর্শনী ১৮ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। ত্রিপুরার পক্ষে অন্নপূর্ণা দাস (‌২/‌১১) এবং প্রীয়াঙ্কা আচার্য (‌১/‌৬) উইকেট পেয়েছেন। আজ ত্রিপুরা আসরের চতুর্থ ম্যাচ খেলবে তামিলনাড়ুর বিরুদ্ধে।‌‌‌‌‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *