নয়াদিল্লি, ২১ এপ্রিল (হি.স.) : জাহাঙ্গীরপুরী এলাকায় উত্তর দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের উচ্ছেদ অভিযানে আরও দুই সপ্তাহের জন্য স্থিতাবস্থা বজায় রাখা হবে বলে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে।
বিচারপতি এল নাগেশ্বর রাও এবং বিচারপতি বিআর গাভাইয়ের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ উত্তর দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের এবং অন্যদের জাহাঙ্গীরপুরীতে অভিযানের বিরুদ্ধে জমিয়ত উলামা-ই-হিন্দের আবেদনের জবাব দেওয়ার জন্য তাদের নোটিশ জারি করেছে। আরও দুই সপ্তাহের জন্য স্থিতাবস্থা রাখার নির্দেশ শীর্ষ আদালতের।
এদিন আইনজীবী দুষ্যন্ত দাভে আবেদনকারীর পক্ষে উপস্থিত হয়ে যুক্তি দিয়েছিলেন, সমাজের একটি নির্দিষ্ট অংশকে ধ্বংস করার অভিযানকে লক্ষ্য করা হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, এই সমস্যাটি জাহাঙ্গীরপুরীর মধ্যে সীমাবদ্ধ নয় এবং এটি অনুমোদিত হলে আইনের শাসন অবশিষ্ট থাকবে না। কীভাবে একজন বিজেপি নেতা এই ধরনের দখল ভেঙে ফেলার বিষয়ে একটি চিঠি লিখতে পারেন এবং উত্তর দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন তা ভেঙে দিয়েছে বলেও তিনি প্রশ্ন তুলেছেন। অন্য একটি পিটিশনের পক্ষে উপস্থিত হয়ে প্রবীন আইনজীবী কপিল সিব্বল বলেন, এখানে সমস্যাটি হল মুসলিম সম্প্রদায়কে দখলের সঙ্গে যুক্ত করা হচ্ছে। তিনি ইঙ্গিত দিয়েছেন যে অন্যান্য রাজ্যে এই ধরনের ঘটনা ঘটছে। প্রসঙ্গত, বুধবার সুপ্রিম কোর্ট জাহাঙ্গীরপুরীতে উত্তর দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের উচ্ছেদ অভিযানে “স্থিতাবস্থা” বজায় রাখার নির্দেশ দিয়েছে।

