ধানবাদ, ২১ এপ্রিল (হি.স.) : ঝাড়খণ্ডে ফের খনি দুর্ঘটনা। ধানবাদের একটি পরিত্যক্ত খনির একাংশ ধসে আটকে পড়েছেন বহু শ্রমিক। অন্তত ৫০ জন খনির ভিতর আটকে পড়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। পরিত্যক্ত ওই খনি থেকে বেআইনিভাবে কয়লা উত্তোলনের সময় বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটে।আটকে পড়াদের উদ্ধারের কাজ শুরু হয়েছে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা নাগাদ ৬০ ফুটের একটি কাঁচা রোড ভেঙে পড়ে। ওই রাস্তার কাছের একটি কয়লা খনির লিজ নিয়েছে ভারত কুকিং কোল লিমিটেড। ধানবাদের ডেপুটি কমিশনারের দাবি, খনি দুর্ঘটনায় এখনও পর্যন্ত কারওর চাপা পড়ার খবর মেলেনি। কারও মৃত্যুও হয়নি। প্রসঙ্গত, পরিত্যক্ত খনিতে ধস নামার ঘটনা অহরহ ঘটছে ঝাড়খণ্ডে। গত ফেব্রুয়ারিতে ধানবাদেরই একটি কয়লা খনিতে ধস নেমে মৃতু হয় একাধিক শ্রমিকের। মৃতদের অধিকাংশ ছিলেন মহিলা। দুর্ঘটনার সময় সেখানে বেআইনিভাবে কয়লা উত্তোলন করছিলেন তাঁরা। তারপরই ধস নামায় আটকে পড়েন বহু। শেষ পর্যন্ত উদ্ধার হয় ৬ জনের দেহ।