উদয়পুর, ২১ এপ্রিল : মেশিনে হাত ঢুকে গুরুতর আহত হয়েছে এক নাবালক। ঘটনা উদয়পুর জামজুড়ি এলাকায়। এলাকার একটি রডের দোকানে এক নাবালক শ্রমিক হিসেবে কাজ করত বলে জানা গেছে।
বৃহস্পতিবার দোকানে কাজ করার সময় হঠাৎই মেশিনে তার হাত ঢুকে যায়। তাতে গুরুতর আহত হয় ওই নাবালক। তড়িঘড়ি অন্যান্য শ্রমিকরা তাকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে আগরতলার জিবিপি হাসপাতালে রেফার করা হয়েছে। অসাবধানতার কারণে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে নাবালককে দিয়ে দোকানে কাজ করানোর বিষয়কে ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে।

