মুম্বই, ২০ এপ্রিল (হি.স.): দিল্লি ও কেরলে নতুন করে বাড়ছে করোনার সংক্ৰমণ, সংক্ৰমণ বৃদ্ধি নতুন করে দেশে চিন্তা বাড়াচ্ছে করোনার। এমতাবস্থায় মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে জানালেন, মহারাষ্ট্রে কোভিড নিয়ে আপাতত কোনও ভয় নেই। তবে, কোভিড বিধি মেনে চলা ও সতর্কতা বজায় রাখা একান্ত জরুরি বলে তাঁর অভিমত।
মহারাষ্ট্রে কোভিড-পরিস্থিতি নিয়ে বুধবার পর্যালোচনা বৈঠক করেছেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, “রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে বিশদ পর্যালোচনা বৈঠক করেছি আমি। উদ্বিগ্ন হওয়ার দরকার নেই, কারণ রাজ্যে উল্লেখযোগ্যভাবে সংক্ৰমণ বৃদ্ধি পায়নি। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। ১২-১৫ বছর ও ১৫-১৮ বছর বয়সীদের টিকা দিচ্ছি আমরা।” হিন্দুস্থান সমাচার। রাকেশ।