BRAKING NEWS

BJP : সিএএ চালু না হওয়ায় মতুয়াদের মনে ব্যথা, অমিত-সফরের আগে ক্ষোভ বিজেপির অসীমের

হরিণঘাটা, ২০ এপ্রিল (হি. স.) : সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) কার্যকরী না হওয়ায় মতুয়া সম্প্রদায়ের মধ্যে ‘ব্যথা’র অনুভব তৈরি হয়েছে। এমনটাই মনে করেন, উত্তর ২৪ পরগনার হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার।

আগামী ৪ মে রাজ্যে আসার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর পশ্চিমবঙ্গ সফরের আগে অসীমবাবুর এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বুধবার উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের সূর্যপুরীতে মতুয়াদের একটি মন্দির উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন অসীমবাবু। সেখানে তিনি বিজেপির উদ্দেশে বলেন, ‘‘মতুয়া সম্প্রদায় তাদের বিশ্বাস করে, ভোট দিয়ে ১৮টা আসন এনে দিয়েছিল। তাই সিএএ এখনও কেন চালু হচ্ছে না সেটা নিয়ে সত্যি সত্যি একটা ব্যথার সৃষ্টি হয়েছে মতুয়াদের মধ্যে। সমস্ত মতুয়াদেরই এক হয়ে দাবি আদায় করতে পথে নামতে হতে পারে। সেই বার্তাটা দিয়ে রাখলাম। বিরোধিতা কেউ করলে তার বিরুদ্ধে দলমত নির্বিশেষে, কেবল মাত্র মতুয়া স্বার্থে পথে নামতে হতে পারে আমাদের।’’

অসীমবাবুর আরও ব্যাখ্যা, ‘‘রাজ্য সরকার সিএএ-এর বিরোধিতা করেছে কঠোর ভাবে। সিএএ চালু করতে হলে রাজ্যকে পাশে থাকতে হবে। মুখ্যমন্ত্রী সিএএ-এর বিরুদ্ধে ‘কা কা ছি ছি’ করেছেন। আমরা একত্রিত হয়ে পথে নামলে মুখ্যমন্ত্রী আমাদের কাছে আসবেন। কারণ তখন তাঁর কাছে বার্তা যাবে। আমার বিশ্বাস, আগামী দিনে সেই পরিস্থিতি তৈরি হতে চলেছে।’’ ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগাঁ লোকসভার সাংসদ শান্তনু ঠাকুরও। এ নিয়ে তাঁর সক্ষিপ্ত বার্তা, ‘‘সিএএ হবে। চিন্তা নেই।’’ অসীমবাবুর মন্তব্য নিয়ে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি গোপাল শেঠের বক্তব্য, ‘‘সিএএ কার্যকরী করার প্রশ্নই নেই। এর আগে তো সিএএ ছিল না। অসীম সরকারকে বলব, গর্জে উঠুন। আর সময় নেই। কারণ মোদী সরকার দেশকে সর্বস্বান্ত করছে। উদ্বাস্তুদের বিতাড়িত করার চেষ্টা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের ‘বিদেশি’ বলবেন না। কিন্তু মোদী সরকার বলবে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *