নয়ডা, ২০ এপ্রিল (হি.স.): ধর্মীয় স্থানে লাউডস্পিকার ব্যবহারের নিষেধাজ্ঞা লঙ্ঘনের জন্য প্রায় ৯০০টি ধর্মীয়স্থানকে নোটিশ দিয়েছে গৌতম বুদ্ধ নগর পুলিশ। বুধবার পুলিশ সূত্রে এ খবর জানা গিয়েছে। কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, আধিকারিকরা ৬২১টি মন্দিরের মধ্যে ৬০২টি, ২৬৮টি মসজিদের মধ্যে ২৬৫টি, ১৬টি অন্যান্য ধর্মীয় স্থানের পাশাপাশি ২১৭টি মিছিল এবং ১৮২টি ডিজে অপারেটরের মধ্যে ১৭৫টিকে নোটিশ দিয়েছে।
গৌতম বুদ্ধ নগর এলাকার পুলিশ কমিশনার ধর্মীয় গুরু, বিবাহ বাড়ির মালিক এবং ডিজে অপারেটরদের ধর্মীয় স্থান, বিবাহের বাড়ি এবং ডিজে অপারেটরগুলিতে সাউন্ড অ্যামপ্লিফায়ার সম্পর্কিত হাইকোর্টের দেওয়া নির্দেশিকা মেনে চলার নির্দেশ দিয়েছেন। প্রদত্ত নির্দেশাবলী অনুসরণ করার জন্য নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশে বলা হয়েছে, ‘যদি কোনো ধর্মীয় স্থান, ডিজে অপারেটর শব্দ সংক্রান্ত হাইকোর্টের দেওয়া নির্দেশনা না মানে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উত্তর প্রদেশ দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের মতে, লাউডস্পিকারগুলিকে রাত ১০ টার পরে এবং সকাল ৬ টার আগে চালানোর অনুমতি দেওয়া উচিত নয় এবং তাদের একটি ‘সাউন্ড লিমিটার’ লাগানো উচিত।