তেলিয়ামুড়া, ২০ এপ্রিল৷৷ অবশেষে জুয়ার ঠেকে পুলিশ হানাদারি চালিয়ে চরক মেলা থেকে ঝান্ডি মুন্ডা’ খেলার সামগ্রী সহ নগদ টাকা৷ আটক চার কুখ্যাত৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন কৃষ্ণপুর এলাকায়৷
জানা যায়, বুধবার রাতে তেলিয়ামুড়া মহকুমার কৃষ্ণপুর এলাকায় আয়োজিত হয় বৈশাখী মেলা৷ উক্ত মেলায় সাধারণ মানুষকে জুয়ার প্রতি আকৃষ্ট করে নিঃস্ব করতে প্রকাশ্যে দুঃসাহসিকতার পরিচয় দিয়ে মেলা প্রাঙ্গণে জুয়ার খেলার আসর সাজিয়ে বসে৷ আর এই জুয়া বাণিজ্যের খবর যায় তেলিয়ামুড়া থানায়৷ প্রাপ্ত খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া থানার পুলিশ বাবুরা জুয়া বিরোধী অভিযানের উদ্দেশ্যে মেলা প্রাঙ্গণে পৌঁছতেই পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়া খেলার সামগ্রী ফেলে মেলা প্রাঙ্গণ থেকে পালিয়ে যাওয়ার জন্য উদ্যত হয় জুয়ারি সহ জুয়া বাণিজ্যের মাস্টার মাইন্ডরা৷ যদিও দীর্ঘ দৌড়ঝাঁপের পর চার কুখ্যাত জুয়ারিকে জালে তুলতে সক্ষম হয় তেলিয়ামুড়া থানার পুলিশ৷ সঙ্গে উদ্ধার হয় ‘ঝান্ডি মুন্ডা’ খেলার সামগ্রী সহ বেশ কিছু নগদ টাকা৷ এক বিশ্বস্ত সূত্রের খবর, মেলা পরিচালনা কমিটির দায়িত্বে থাকা স্থানীয় বেশ কিছু শাসক দলের চুনুপুটি নেতাকে ঘণ্টা প্রতি ১০,০০০ টাকা নগদ নারায়ণ দিয়েই নাকি এই জুয়া বাণিজ্যের আসর জাঁকিয়ে বসে ছিল জুয়া বাণিজ্যের মাস্টার মাইন্ডরা৷
এলাকাবাসী সূত্রে আরও খবর রয়েছে যে, সংশ্লিষ্ট এলাকায় জুয়া সহ অবৈধ ভাবে দেশী মদ বিক্রেতাদের কাছ থেকে তুল্লা আদায় -কে পেশা হিসাবে বেছে নিয়েছে এলাকার একাংশ শাসক দলের তল্পিবাহক চুনোপুটি নেতারা৷ এখন এটাই দেখার বিষয় পুলিশের জালে আটক কৃত কুখ্যাত ঐ চার জুয়ারির বিরুদ্ধে পুলিশ কি আইনি ব্যবস্থা গ্রহণ করে৷৷