Covid19: দক্ষিণ কোরিয়ায় কোভিড-সংক্রমণ এক লক্ষের ঊর্ধ্বেই, একদিনে ১৬৬ জনের মৃত্যু

সিওল, ২০ এপ্রিল (হি.স.): কোভিডে আক্রান্ত রোগীর মৃত্যুর সংখ্যা আগের দিনের তুলনায় কিছুটা বাড়ল দক্ষিণ কোরিয়ায়, পাশাপাশি কোভিড-সংক্রমণও এক লক্ষের ঊর্ধ্বেই রয়েছে। দক্ষিণ কোরিয়ার স্বাস্থ্য দফতর সূত্রের খবর, দক্ষিণ কোরিয়ায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ১১ হাজার ২৮০ জন এবং এই সময়ে মৃত্যু হয়েছে ১৬৬ জনের।

মঙ্গলবার সারাদিনে দক্ষিণ কোরিয়ায় প্রাণ হারিয়েছেন ১৬৬ জন কোভিড-সংক্রমিত রোগী। কতজন সুস্থ হয়েছেন সে বিষয়ে সুস্পষ্টভাবে কিছু জানা যায়নি। দক্ষিণ কোরিয়ায় নতুন করে ১ লক্ষ ১১ হাজার ২৮০ জন সংক্রমিত হওয়ার পর এখনও পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৬,৫৮৩,২২০ জন এবং মৃত্যু হয়েছে ২১,৫২০ জনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *