পাথারকান্দি (অসম), ২০ এপ্রিল (হি.স.) : বহুদিন ধরে করিমগঞ্জ জেলার পাথারকান্দি এলাকার ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল)-এর পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়ে আছে। এতে বিএসএনএল-গ্রাহকরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। পুঞ্জিভূত হচ্ছে ব্যাপক ক্ষোভও।
হাইটেকের যুগে দ্রুত মোবাইল ও ইন্টারনেট পরিষেবা পেতে ইতিমধ্যে অনেক গ্রাহক সরকারি এই সংস্থার প্রতি আস্থা হারিয়ে বেসরকারি মোবাইল পরিষেবার প্রতি ঝুঁকতে শুরু করেছেন বলে খবর পাওয়া গেছে। সংশ্লিষ্ট বিভাগীয় আধিকারিকদের সঙ্গে বিপর্যস্ত পরিষেবার কারণ জানতে চাইলে তাঁরা বলছেন, জ্বালানি তেলের অভাবে তাঁদের টাওয়ারগুলির জেনারেটর কাজ করছে না। এই একই অজুহাত শুনে শুনে গ্রাহকরা ব্যতিব্যস্ত হয়ে গেছেন।
অভিযোগ, এমনিতে বিএসএনএলের পরিষেবা নড়বড়ে, তার মধ্যে গত দু-তিনদিন থেকে পরিষেবা চূড়ান্তভাবে বিপর্যস্ত। একে জ্বালানি তেল নেই, অন্যদিকে বিদ্যুৎ পরিষেবাও বন্ধ। ফলে ব্যাহত হয়ে পড়েছে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা।

