কলকাতা, ২০ এপ্রিল (হি. স.) : কলকাতায় অনুষ্ঠিত বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট”-এর উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি পশ্চিমবঙ্গসহ ভারতে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনার কথা জানান।
কলকাতায় বাংলাদেশের উপ দূতাবাসের তরফে এই প্রতিবেদককে বুধবার জানানো হয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনসি পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক অভিন্নতার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, বাংলা চিন্তা-চেতনার ধারক হিসেবে একসময় সমগ্র ভারতবর্ষের সমীহ পেয়েছিল। বর্তমান বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ এই গৌরবের উত্তরাধিকারী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ব্যবসা-বাণিজ্যে উল্লেখযোগ্যভাবে অগ্রসর হচ্ছে। উন্নয়নের প্রতীক হিসেবে সমাদৃত হচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে পশ্চিমবঙ্গের অভাবনীয় উন্নয়ন হয়েছে। করোনাকালে সাত দশমিক এক জিডিপি প্রবৃদ্ধি অর্জনকে তিনি সাধুবাদ জানান।
তিনি বলেন, ভারত-বাংলাদেশ বাণিজ্যের পরিমান উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশী বিনিয়োগকারীরা ভারতে বিশেষত: পশ্চিমবঙ্গে বিনিয়োগে আগ্রহী। সাম্প্রতিককালে সরকার বাংলাদেশের বিনিয়োগকারী কর্তৃক বিদেশে বিনিয়োগ প্রক্রিয়া সহজ করেছে। ফলে বাংলাদেশী বিনিয়োগকারীরা আফ্রিকা, ইউরোপ, আমেরিকাসহ এশিয়ার দেশগুলোতে বিনিয়োগ করতে পারছেন। পশ্চিমবঙ্গে বিনিয়োগের ক্ষেত্রেও বাংলাদেশের ব্যবসায়ীদের আগ্রহ রয়েছে বলে তিনি জানান। এর আগে গতকাল বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে সাক্ষাৎ করে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্ভাবনা সম্পর্কে আলোচনা করেন এবং এক নৈশভোজে অংশ নেন।
কোভিডোত্তরকালে ২০-২১ এপ্রিল, ২০২২ এ পশ্চিমবঙ্গে আয়োজিত এই গ্লোবাল বিজনেস সামিট বেশ গুরুত্বপূর্ণ। বাংলাদেশ এই সম্মেলনে অংশীদার রাষ্ট্র। এ সন্মেলনে টাটা , আদানি, উইপ্রো, হিন্দুস্তান ইউনিলিভারসহ ভারতের উল্লেখযোগ্য প্রায় সব বৃহৎ বানিজ্যিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উপস্থিত ছিলেন। প্রায় চল্লিশটি দেশ থেকে সরকারী ও বানিজ্যিক প্রতিনিধিরা দুইদিন ব্যাপী এই সম্মেলনে অংশ নিয়েছেন। বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী দশ সদস্যের সরকারী প্রতিনিধিদল এবং বিশ সদস্যের বানিজ্য প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।