BRAKING NEWS

Tripura Police : তেলিয়ামুড়ায় ছিনতাইকান্ডের তদন্তে অন্ধকারে হাতরাচ্ছে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল৷৷ তেলিয়ামুড়ার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ণ এলাকা থেকে সোমবার প্রকাশ দেববর্মা নামে মহারানীর পুর এলাকার এক ব্যক্তির কাছ থেকে ৫ লক্ষ ৯৩ হাজার টাকা ছিনতাই করার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ ছিনতাইকারীকে গ্রেপ্তারের জন্য পুলিশের পদস্থ আধিকারিকদের তৎপরতা অব্যাহত রয়েছে৷

মঙ্গলবার সকালে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে পুলিশ তিন যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে৷ অবশ্য জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার মত কোন তথ্য প্রমাণ জোগাড় করতে পারেনি পুলিশ৷ সে কারণে আটক তিন জনকেই ছেড়ে দিয়েছে পুলিশ৷ এদিকে ঘটনার তদন্ত করতে এবং ঘটনাস্থল পরিদর্শন করতে খোয়াই জেলার জেলা পুলিশ সুপার ভানুপদ  চক্রবর্তী, মহকুমা পুলিশ আধিকারিক সনাতন জমাতিয়া এবং তেলিয়ামুড়া থানার ওসিসহ পদস্থ আধিকারিকরা মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন৷ ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হলে খোয়াই জেলার জেলা পুলিশ সুপার শ্রী চক্রবর্তী জানান এই ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে৷ খুব শীঘ্রই পুলিশ-ছিনতাইকারীকে জালে তুলতে সক্ষম হবে বলে জেলা পুলিশ সুপার আশা ব্যক্ত করেছেন৷ তবে এখনও পর্যন্ত এই ঘটনায় জড়িত ব্যক্তির কোন প্রদেশে পায়নি পুলিশ৷

প্রকাশ্য দিবালোকে তেলিয়ামুড়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ণ এলাকা থেকে মোটা অংকের টাকা ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জনমনে সংশয় দেখা দিয়েছে৷ এদিকে পুলিশ তেলিয়ামুড়া বিভিন্ন এলাকায় সিসি ক্যামেরা গুলি পরীক্ষা-নিরীক্ষা করে অভিযুক্তকে শনাক্ত করা যায় কিনা সেই তৎপরতা অব্যাহত রেখেছে৷ কিন্তু শেষ পর্যন্ত আদৌ কি ছিনতাইকারীকে পুলিশ জালে তুলতে পারবে কিনা তা নিয়ে জনমনে নানা প্রশ্ণ উঠতে শুরু করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *