বিলম্বের অবসান, পাকিস্তানে অবশেষে শপথ নিল নতুন মন্ত্রিসভা

ইসলামাবাদ, ১৯ এপ্রিল (হি.স.): অনেক বিলম্ব ও টানাপোড়েনের পর অবশেষে পাকিস্তানে শপথ নিল নতুন মন্ত্রিসভা। মঙ্গলবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ মন্ত্রিসভার সদস্যরা শপথ নিয়েছেন। পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভির পরিবর্তে সেনেট চেয়ারম্যান সাদিক সানজারানি সকলকে মন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করিয়েছেন। নতুন মন্ত্রিসভায় ৩১ জন পূর্ণ মন্ত্রী, ৩ প্রতিমন্ত্রী ও ৩ জন উপদেষ্টা।

সোমবার এই শপথগ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা ছিল, তবে প্রেসিডেন্ট আরিফ আলভি এই অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব থেকে অব্যাহতি নিলে অনুষ্ঠানটি পিছিয়ে যায়। মঙ্গলবার প্রেসিডেন্ট আলভির অনুপস্থিতিতে সিনেটের চেয়ারম্যান সাদিক সানজারানি মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেছেন।