কাবুল, ১৯ এপ্রিল (হি.স.) : আফগানিস্তানের রাজধানী কাবুলের পশ্চিমে একটি স্কুল ও টিউশন সেন্টারের কাছে তিনটি বিস্ফোরণে প্রাণ হারালেন ৬ জন। ব্যাক-টু-ব্যাক বিস্ফোরণে আহত হয়েছেন কমপক্ষে ১২ জন। মঙ্গলবার সকালে কাবুলের পশ্চিমে মুমতাজ টিউশন সেন্টারের কাছে প্রথম বিস্ফোরণ হয়।
এরপর আব্দুল রহিম শাহিদ হাইস্কুলের কাছে জোড়া বিস্ফোরণ হয়। তিনটি বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের এবং ১২ জন আহত হয়েছেন। এখনও পর্যন্ত কোনও সংগঠন হামলার দায় স্বীকার করেনি।

